রিয়াজ ওসমানী
১৪ অক্টোবর ২০২১
নাস্তিকরা নাকি ইসলাম ধর্মেরই বেশি গালমন্দ করে। আসলেই কি তাই?
প্রাক্তন মুসলমান নাস্তিকরা ইসলাম ধর্ম নিয়েই বেশি কথা বলবে কারণ সেটাই তারা অন্তরঙ্গভাবে চিনে। ঠিক তেমনি প্রাক্তন হিন্দু নাস্তিকরা হিন্দু ধর্ম নিয়ে, প্রাক্তন খ্রিস্ট ধর্মালম্বীরা খ্রিস্ট ধর্ম নিয়ে ইত্যাদি। সেটাই স্বাভাবিক। যে যার প্রাক্তন ধর্মেরই জ্ঞান সবচেয়ে বেশি ধারণ করে কারণ তারা সেই ধর্মটাই পালন করতো।
মুসলমান মৌলবাদী, উগ্রপন্থী, সন্ত্রাসী ইত্যাদি মানুষরা কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের বিভিন্ন উক্তি থেকেই তাদের বিশ্বাস এবং কার্যকলাপের অনুপ্রেরণা পায়। এবং সেগুলোর বিস্তারিত নথি সংশয় ডট কম নামের ওয়েব পাতায় অথবা সেটার অ্যাপএ পাওয়া যাবে। আমাদের দেশে বাংলা ভাষায় কোরআন ও হাদিস পড়ার উপর ইচ্ছা করেই আলেম সমাজ কোনো গুরুত্ব দেয়নি, কারণ সেটা দিলেই সবাই ইসলামের গলদগুলো জেনে যেত।
হ্যাঁ, ইসলামে (কোরআন ও হাদিসে) ভালো আর খারাপ দুটোই আছে। কেউ যদি এখন বলে যে খারাপটা উপেক্ষা করে ভালোটা মেনে চললেই হলো, তাহলে আমি বলবো যে সেটা করলে ইসলাম মানা হলো না, ইসলামের একটা অংশ মানা হলো। এবং ঠিক এই সুবিধাবাদী কাজটাই মধ্যপন্থী মুসলমানরা করে। কিন্তু নাস্তিকরা খারাপ জিনিষগুলোর জন্য পুরা ধর্মটাকেই ত্যাজ্য করেছে। সুবিধাবাদী কাজটা তারা করে না।
**********************