
রিয়াজ ওসমানী
১৫ অক্টোবর ২০২২
এই জঘন্য ঘটনাটি একটি ব্যাপারকে প্রমাণিত করে দেয়। আর তা হচ্ছে যে হিজড়া সম্প্রদায় আর আমাদের যৌন সংখ্যালঘু (এলজিবিটি) সম্প্রদায় ভিন্ন জিনিষ। হিজড়ারা সমকামী, রূপান্তরকামী, আন্তঃলিঙ্গ ইত্যাদিদের অধিকার প্রতিষ্ঠিত হতে দেখতে চায় না। কারণ সেটা হলে হিজড়া সম্প্রদায় ভাতে মরবে। এটা সত্যি যে ঐতিহাসিকভাবে যৌন সংখ্যালঘু সম্প্রদায় থেকে বহু মানুষ পরিবার ও সমাজ থেকে বিতারিত হয়ে হিজড়া সম্প্রদায় প্রতিষ্ঠিত করেছে এবং সেখানে ক্রমান্বয়ে আশ্রয় নিয়েছে। এবং সেই কারণে তাদের প্রতি বাকি যৌন সংখ্যালঘুদের অনেক মায়াও রয়েছে। কিন্তু এই হিজড়ারা নিজেদেরকে বৃহত্তর যৌন সংখ্যালঘুদের শত্রু বানিয়ে ফেলেছে এই ধরণের ঘটনাগুলোর কারণে। এদের প্রতি আর মায়া প্রদর্শন করে লাভ নেই৷ সমকামী, রূপান্তরকামী, রূপান্তরলিঙ্গ, রূপান্তররূপী, আন্তঃলিঙ্গ, অদ্বৈত ইত্যাদি সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটার সাথে হিজড়া সম্প্রদায়ের বিলুপ্তি আনতে হবে।