
রিয়াজ ওসমানী
৭ এপ্রিল ২০২২
মুমিনদের প্রশ্নঃ স্কুল কলেজেও তো এগুলো হয়। তখন আপনারা কই থাকেন?
উত্তরঃ স্কুল কলেজে হলেও মাদ্রাসায় হবে কেন? সেখানে তো ইসলাম শিক্ষা দেয়া হয়। আর স্কুল কলেজে যখন এগুলো হয় তখন কেউ চুপ করে থাকে না।
মুমিনদের প্রশ্নঃ তাতে কী হয়েছে, হুজুররা মানুষ না?
উত্তরঃ মানুষ যদি হয়েও থাকে তো ইসলাম শিক্ষা দেয়ার যোগ্যতা বা অধিকার তাদেরকে কে দিয়েছে? বালক-বালিকা ধর্ষণ এবং/অথবা খুন তো ইসলামের শিক্ষা যারা দেয় বলে ব্যবসা করছে, তাদের কাছ থেকে তো আশা করা যায় না! করা যায়? যদি আশা করা যায় তাহলে ইসলামের কী রূপ পাওয়া যায় সেখান থেকে?
মুমিনদের প্রশ্নঃ অল্প কয়েকজনের জন্য আপনারা বাকিদের দোষ দিচ্ছেন কেন?
উত্তরঃ অল্প না বেশি সেটা জানার জন্য চোখ খুলুন। আর অল্প জনের দোষ যদি বাকিরা ঢেকে রাখে তাহলে বাকিরাও দোষী।